চাঁদপুর সদর উপজেলা পরিষদ নিবার্চনে পৌরসভার ভোটারগণের ভোটাধিকার স্থগিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলা পরিষদ নিবার্চনে চাঁদপুর পৌরসভার ভোটারগণ অংশ গ্রহন করতে পারবে না মর্মে মহামান্য হাইকোর্ট থেকে একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে এই  আদেশ দেওয়া হয়েছে। তবে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ভোটারগণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

গতকাল ২৪ এপ্রিল বাংলাদেশ হাইকোর্ট  বিভাগের সহকারি রেজিস্টার অবিকল প্রতিলিপি থেকে এ তথ্য জানা যায়।

মহামান্য হাইকোর্টের আদেশে বলা হয় উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর পৌরসভার কোন ভোটার নির্বাচন  প্রার্থী হতে পারবে না। তবে ১৪টি ইউনিয়নের ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ দৈনিক চাঁদপুর খবরকে বলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ নিবার্চনে চাঁদপুর পৌরসভার ভোটারগণ অংশ গ্রহন করতে পারবে না মর্মে মহামান্য হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে। বিষয়টির উপর নিবাচন কমিশনের মতামত চেয়ে চিঠি দিয়েছি । এখন পুনরায় তফসিল দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,বিষয়টা আমি পরিস্কার না । তবে নিবাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে পরবর্তী করনীয় ঠিক করবো ।

 

সম্পর্কিত খবর