হাজীগঞ্জে পানিতে পড়ে মৃগী রোগে আক্রান্ত গৃহবধূ ও শিশুর মৃত্যু

গাজী মহিন উদ্দিন: চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার উপজেলার দুটি স্থানে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গাজী বাড়ির মাসুদ হোসেনের মেয়ে মৃগী রোগী মাকসুদা বেগম বাড়ির পাশের পুকুরে পড়ে মৃত্যুবরণ করে। নিহত গৃহবধূ দুই সন্তানের জননী।

সকাল ৯টায় নিখোঁজের ৫ ঘন্টা পর বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করেছে আত্মীয়-স্বজনরা।
বাঁশের সাঁকো পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হতে পারেন বলে দাবি করছেন আত্মীয়-স্বজনরা।

তার স্বামীর বাড়ি হাজিগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামে।

এদিকে একই দিনে উপজেলার ১০ নং গন্তব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর ঠাকুরবাড়ির মনজুরুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৯) পানিতে পড়ে মৃত্যুবরণ করে।

সাঁতার না জানার কারণে ই বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যুবরণ করে শিশুটি।

হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, পানিতে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত মাকসুদা বেগমের লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। এ বিষয়ে অপমৃত্যুর দায়ের করার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর