মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

সমির ভট্রাচার্য্যঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ  উপজেলা পরিষদ নির্বাচন ।এবেরের নির্বাচনে  রয়েছে নবীন প্রবীন  আওয়ামীলীগের ৩ হেভীওয়েট প্রার্থী । এ উপজেলায় ত্রিমূখী লড়াইয়ে সম্ভাবনা রয়েছে ।

সরজমিনে জানাযায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নেতা কর্মী সমর্থকরা শেষ মূহুর্তে নির্বাচনী প্রচার – প্রচারণায় ব্যাস্ত সময় পার করছে । আজ ৬ মে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে নির্বাচনি প্রচারনা । ৮ মে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।

এ উপজেলায় হেভীওয়েট  প্রবীন প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ (ঘোড়া) প্রতিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার (দোয়াত কলম) প্রতিক ও নবীন প্রার্থী খাদেরগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর (আনারস) প্রতিক  তিন জনই জয়ের ব্যাপারে ব্যাপারে আশাবাদী।

উপজেলায় সর্বত্র জুরেই আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন উপজেলা পরিষদের নতুন অভিভাবক । উপজেলার বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় চায়ের টেবিলে প্রার্থীদের ভালো-মন্দ দোষ গুণ নিয়ে করছেন বিশ্লেষণ । শেষ মূহুর্তে পার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি ।

 

সম্পর্কিত খবর