ফরিদগঞ্জে প্রবাসীর টাকা আত্মসাৎ করে উল্টো হয়রানি করার অভিযোগ!

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর ফরিদগঞ্জের ১৬নং দক্ষিণ রুপসা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে প্রবাসী মোঃ সবুজ বেপারীর টাকা পরিশোধ না করে উল্টো টাকা দাবি করে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রবাস ফেরত সাইদুল আমিন বাবুর বিরুদ্ধে। বিষয়টি থানা ও আদালত পর্যন্ত গড়িয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৬নং দক্ষিণ রুপসা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে প্রবাসী মোঃ সবুজ বেপারী জীবিকার তাগিদে সৌদিতে অবস্থান করছিলেন। তখন তার সার্বিক সহযোগিতায় সাইদুল আমিনও সৌদিতে যায়। কিন্তু সেখানে গিয়ে সাইদুলের নৈতিক স্থলনজনিত কারনে মালিক পক্ষের ১৫ হাজার রিয়েল আত্মসাৎ কান্ডে তাকে দেশে চলে আসতে হয়। যে ঘটনার প্রতক্ষদর্শী সবুজ বেপারী ও ইমরান হোসেন।

এ বিষয়ে ইমরান হোসেন বলেন, সাইদুল আমিন বাবু বিদেশ এসে ২ বার কোম্পানির টাকা পয়সা আত্মসাৎ করেন। কোম্পানির শাস্তি থেকে রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে জামিনদার হয়ে সারিয়ে দিয়েছি সাইদুলকে। আর এখন সে আমাদের টাকা পয়সা না দিয়ে উল্টো আমাদের পরিবারকে হয়রানি করতেছে।

এবিষয়ে ইমরানের মা মিলন বেগম বলেন, বাবুর বিদেশ যাওয়ার বিষয়ে আমরা কিছুই জানিনা। এখন সে ও তার মা আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করতেছে। তাই বাবুর নানান হুমকি ধমকির প্রতিবাদে জীবনের নিরাপত্তা চাইছি।

এ বিষয়ে সবুজের পিতা রৌশন আলী বেপারী বলেন, আমি বাবুর টাকা না পরিশোধসহ অশালীন অন্যায়ের বিরুদ্ধে বাদী হয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছি।

অভিযোগ প্রসঙ্গে ১৪ নং দক্ষিণ ইউনিয়নের হর্নি দূর্গাপুর গ্রামের গোলা বাড়ির যুবক সাইদুল আমিন বাবু বলেন, ইমরান ও সবুজের মাধ্যমে ৬ লাখ টাকার বিনিময়ে সৌদি আরব গিয়েছি। আমাকে মাত্র তিন মাসের জন্য পাঠিয়ে ব্লাকমেইল করে আমার কাছ থেকে জোড়পূর্বক ওরা টিপসহ ও দস্তগত রাখে। আমি তাদের কাছ থেকে বেতন পাবো। তাই আমি সমধানের স্বার্থে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। এসময় তিনি হুমকি ধমকিসহ অন্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার এএসআই মহিউদ্দিন বলেন,উর্দ্ধতনের নির্দেশে অভিযোগের তদন্ত কাজ অব্যাহত রেখেছি।

সম্পর্কিত খবর