মতলব উত্তরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনকারীদের কারাদন্ড

মতলব উত্তর সংবাদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনকে অর্থ ও কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (৯ এপ্রিল) তাদের এ সাজা প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান। মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার ও বাল্কহেড এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫ জন ব্যক্তিকে আটক করা হয়। এদের মধ্যে গোলাম রসুল ও মিজানুর রহমানকে প্রত্যেককে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং বাকী তিন জনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। নদী ও বালি এসব সরকারি সম্পত্তি। এ সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব।

সম্পর্কিত খবর