সেকদীতে সম্পত্তিগত বিরোধে হামলা ॥ নারীসহ আহত ৪

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের সেকদী গ্রামের মিয়া খান বাড়িতে সামবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে সম্পত্তিগত বিরোধে হামলায় নারীসহ ৪জন আহত হয়েছে।

আহতরা জানায়, আমাদের ফুফুরা আমাদের বাবা জাহাঙ্গীর খান বেঁচে থাকতে ওয়ারিশের সম্পত্তি বিক্রি করে নিয়ে যান। বাবার মৃত্যুর পর ফুফুরা আমাদের নিকট সম্পত্তি পাবে বলে প্রায় সময় বাড়িতে এসে ঝগড়াঝাটি করেন। এমনকি আমাদেরকে মারধর করতে আসেন।

সোমবার সকালে ফুফু মাজেদা বেগম, নিলুফা বেগম, ফুফাতো ভাই খোকন হাজী ও ফুফাতো ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম আমাদের বাড়িতে এসে বলেন আমাদের নিকট সম্পত্তি পাবে।

তখন আমরা ‘আপনারা সম্পত্তি বিক্রি করে ফেলেছেন, আপনারা আমাদের নিকট কোনো সম্পত্তি পাবেন না’ বললে তারা সবাই ক্ষিপ্ত হয়ে আমাদেরকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এমনকি ফুফাতো ভাই খোকন হাজী ছেনি দিয়ে নাঈম খানকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলায় আহত অন্যরা হচ্ছে : মুক্তা আক্তার, রিক্তা আক্তার ও হালিমা আক্তার।

আহত নাঈম খান (২৫)কে উদ্ধার করে চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নেন।

একটি সূত্র জানায়, হামলাকারীরা খারাপ প্রকৃতির লোক। এরা মৃত জাহাঙ্গীর খানের ছেলে-মেয়েদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি ভোগদখল করতে চায়। এদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

সম্পর্কিত খবর