
চাঁদপুর খবর রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন থেকে মনোনয়ন চাওয়া যুবলীগ নেতা এম ইসফাক আহসানকে বিসিবির পরিচালকের পদ থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি কোটায় নির্বাচিত হয় এম ইসফাক আহসান।
তার বিরুদ্ধে স্থানীয় ও জাতীয় পত্রিকা ও টেলিভিশনে সংবাদ প্রকাশের পরে রাতেই বাদ পড়েছেন বিসিবির পরিচালকের পদ থেকে।
রোববার দিনভর উৎসবমুখর ভোটের পরিবেশে ২৩ জন বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি দুজন বোর্ডে এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত হিসেবে। তবে দুজনের একজনকে এক রাতেই সরিয়ে দেওয়া হলো। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় নির্বাচিত হয়েছিলেন এম ইসফাক আহসান।
যিনি সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছিলেন।
চাঁদপুর-২ আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন ইসফাক। সে আসন থেকে আওয়ামী লীগের পক্ষে তার প্রচার-প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। গতকাল বিসিবি পরিচালক হওয়ার পর ফের আলোচনায় আসে সেসব ছবি।
যার কারণে এক রাতেই তাকে সরিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন, “বিসিবির নতুন বিতর্কিত পরিচালক ইসফাক আহসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এনএসসির। নতুন পরিচালকের নাম ঘোষণা আসবে মঙ্গলবার।”




