
স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) রাতের এ অভিযানে মোট ১২৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ ও হুইস্কি জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর সার্বিক দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা এর তত্ত্বাবধানে হাজীগঞ্জ থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
থানা সূত্রে জানা যায়, ওই দিন রাতে কিলো-০৬ ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকার পাটোয়ারী ভিলার নিচতলার ভাড়াকৃত একটি গোডাউনে অভিযান চালান। অভিযানের সময় সেখানে লুকিয়ে রাখা অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১২৬ বোতল বিদেশী মদ ও হুইস্কি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের তালিকাঃ Magic Moment Grain Vodka (375ml) – ২৩ বোতল, AC Black Whisky (375ml) – ১০ বোতল Royal Green Whisky (375ml) – ১২ বোতল, Royal Stag (375ml) – ১০ বোতল, Blenders Pride Whisky (375ml) – ২৩ বোতল, Iconiq White Whisky (375ml) – ০৮ বোতল,
Royal Challenge Whisky (375ml) – ০১ বোতল Royal Green Whisky (750ml) – ১২ বোতল, Signature Whisky (750ml) – ০৯ বোতল, Blenders Pride Whisky (750ml) – ১৮ বোতল অভিযানে মূল অভিযুক্ত সুবেদ চন্দ্র পাল (পিতা– রবীন্দ্র চন্দ্র পাল), স্থায়ী ঠিকানা– বিনন্দিয়ারচর, বুড়িচং, কুমিল্লা; বর্তমানে বাসিন্দা মকিমাবাদ, হাজীগঞ্জ—পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।




