হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বেকারিতে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে অনুমোদনহীন একটি বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নগদ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর এলাকায় তিনি এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা গেছে, অনুমোদনহীন বেকারী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে তিনি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী নগদ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

একই সময়ে তিনি বেকারীর মালিক কর্তৃপক্ষকে যথাযথ নিয়ম মেনে বেকারির অনুমোদন ও স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের নির্দেশনা দেন। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর