মতলবে স্কুল ও মাদ্রাসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিব্বির আহম্মেদ ও আলাউদ্দিন মিয়া 

মতলব দক্ষিণ প্রতিনিধি :: জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ প্রতিযোগিতায়  বিভিন্ন ক্যাটাগরিতে মতলব দক্ষিণে  উপজেলা পর্যায়ে  শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল)  নির্বাচিত হয়েছেন  নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ এবং মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মতলব দারুল উলূম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ আলাউদ্দিন মিয়া। এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান( মাদ্রাসা)  নির্বাচিত হয়েছে মাতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এম এ মালেক এবং  স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়।

গত ২ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গাউছুল আজম পাটওয়ারীর  যৌথ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অপরদিকে  শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরীতে  স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে  নওগাঁও উবির ৯ম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আল জান্নাত, কলেজ পর্যায়ে  রয়মনেন নেছা মহিলা ডিগ্রি  কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মুমতাহিনাহ ইসলাম ইভা,মাদ্রাসা পর্যায়ে  মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী নাদিয়া ইসলাম পলি, ভোকেশনাল শাখায়  মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থী বিদ্যুৎ কুমার মন্ডল বাঁধন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন তালুকদার, কলেজ পর্যায়ে  মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মিজানুর রহমান, পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান,  মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক নাজমুন্নাহার শিউলী।

 

সম্পর্কিত খবর