মৈশাদী ইউপি বিএনপির ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির আয়োজনে মৈশাদী ইউপি বিএনপির সভাপতি খান আব্দুস সাত্তার মাষ্টার এর বিদায় সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

১জুলাই মৈশাদী বীর প্রতিক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমিতে চাঁদপুর জেলা বিএনপির কমিটিতে মৈশাদী ইউনিয়নের ছয়জন নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি খান আঃ ছাত্তার মাষ্টারের বিদায় ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায়ী সভাপতি খান আব্দুস সাত্তার মাস্টারের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব শেখ আব্দুর রশিদ, জেলা বিএনপির সদস্য বিশিষ্ট আইনজীবী এডভোকেট কামাল উদ্দিন আহমেদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য (চাঁদপুর সদর) মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, চাঁদপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি আবদুল মজিদ মৃধা।

এসময় আরো উপস্থিত ছিলেন, মৈশাদী ইউনিয়নের প্রবীণ নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন যুবদল, ইউনিয়ন ছাত্রদল, ইউনিয়ন শ্রমিক দল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে নবাগত সভাপতি কে ফুলেল দিয়ে বরণ করা হয়।
পরে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

সম্পর্কিত খবর