চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলার অস্বচ্ছল মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী’র ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
২৮জুন (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে অস্বচ্ছল ও দরিদ্র ৭শ ৬০জনের মাঝে জনপ্রতি ১০কেজি চাল বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ।