২জুলাই চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

চাঁদপুর খবর রির্পোট: আগামী ২জুলাই (রবিবার) চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ টি এম মোস্তফা হামিদী, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আওলাদ হোসেন,

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সভাপতি কাজী মোসলেহ উদ্দিন মিশু, ১২নং চান্দ্রা ইউপি চেয়ারম্যান মো: খানজাহান আলী কালু পাটওয়ারী, গাজীপুর হরিপুর নেছারীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ (জিন্নাহ), চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: নজীর মিয়াজী অপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো: আনোয়ার হোসেন খান, পরিচালনা করবেন মাওলানা মো: ছালাউদ্দিন চাঁদপুরী।

সম্পর্কিত খবর