চাঁদপুর খবর রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি চাঁদপুর বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছাবার্তায় বলেন, ঈদ আনন্দ আমরা ভাগাভাগি করে নেই। হালাল পশু কোরবানি দেয়ার পাশাপাশি নিজের ভেতরের পশুবৃত্তিকেও যেনো আমরা কোরবানি দেই। আর তখনই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা আমাদের মাঝে প্রতিফলিত হবে।
আমরা ঈদের খুশি উদ্যাপন করবো প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করে। আমরা করোনা ভাইরাসকে জয় করবো, সকলে সচেতন হবো। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রত্যেকে ঈদ আনন্দ উপভোগ করুক এ প্রত্যাশা করছি।
সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমূখর হয়ে উঠুক শ্রেণি পেশা নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর। সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবার জীবন মঙ্গলময় হোক। সকলকে ঈদ মোবারক।