স্টাফ রিপোর্টার:চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ আব্দুল গফুর মজুমদার মারা গেছেন। ( ইন্নালিল্লাহি …. রাজিউন )।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর । মঙ্গলবার বাদ জোহর চাঁদপুর বেগম জামে মসজিদে জানাজা শেষে বলাখাল মজুমদার বাড়িতে দাফন করা হয় । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়ে, নাতি – নাতনি, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান ।
জেলা আইনজীবী সূত্রে জানা যায় চাঁদপুরের সিনিয়র আইনজীবী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান। তিনি পরিবার – পরিজন নিয়ে শহরের কদমতলা এলাকায় বসবাস করতেন।
গতকাল বাদ যোহর জানাজা পূর্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল , সাবেক সাধারণ সম্পাদক অ্যাড: মুজিবুর রহমান ভূঁইয়া , মরহুমের মেয়ের জামাতা বদিউল আলম।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন, সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাড: সেলিম আকবর সহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীরা।