বিশেষ প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মোহনা এলাকার কোম্পানীর চর নদী থেকে ১ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক মাদক বিক্রেতা মোঃ নাজমুল হোসেন (২৮) কে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৫ জুন) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যা।
কারাদন্ড প্রাপ্ত নাজমুল হোসেন চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক যৌথভাবে চাঁদপুর সদর মোহনা সংলগ্ন কোম্পানীর চর নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি স্টিল বডি ট্রলার তল্লাশী করে আনুমানিক এক কেজি ২৫ গ্রাম গাঁজাসহ নাজমুল হোসেন নামে মাদক বিক্রেতাকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং স্টিল বডি ট্রলারের নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।