চাঁদপুর জেলা স্টিয়ারিং কমিটির সভা

চাঁদপুর খবর রির্পোট:  চাঁদপুরে বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা স্টিয়ারিং কমিটি এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা সংক্রান্ত চাঁদপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের পক্ষে সভায় সভাপতিত্ব করেন ও সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ বাধন রায়, চাঁদপুর জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি সুমন খান।

এসময় আরো উপস্থিত ছিলেন তাজুল ইসলাম মজুমদার, সংসদ সদস্যের প্রতিনিধি এডভোকেট সাইফুদ্দিন বাবু, বেদে সম্প্রদায়ের প্রতিনিধি (রোকেয়া) বেগমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় হাজীগঞ্জ উপজেলার সারেন্ডারকৃত ৪৩ জন বেদে ভাতার কোটা চাঁদপুর পৌরসভায় স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া চাঁদপুর জেলার ৩৭ জন নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধীকে ১০হাজার টাকা করে অনুদান প্রদানের নিমিত্তে বাছাই পূর্বক নামের তালিকা নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, ঢাকায় প্রেরণ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন।

সম্পর্কিত খবর