জাফরাবাদে কিশোর গ্যাং’র হামলায় আল-আমিন স্কুলের শিক্ষার্থী গুরুতর আহত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পুরান বাজার ৩ নং ওয়ার্ড পশ্চিম জাফরাবাদে ওয়াজ শুনতে গিয়ে কিশোর গ্যাং এর হামলায় আল-আমিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সিফাত পাটোয়ারী (১৩) গুরুতর আহত হয়েছে।

আহত সিফাত পাটোয়ারী (১৩) রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ঘটনায় রোববার (২৭ অক্টোবর) দুপুরে আহত সিফাতের মা সেফু আক্তার বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। আহত সিফাত জানায়, পশ্চিম জাফরাবাদ আখান্দ বাড়ি জামে মসজিদের সামনে ওয়াজ শুনতে গেলে ৩ নং ওয়ার্ডের সেন্টু গাজির ছেলে কিশোর গ্যাং সিফাত গাজী, মাসুদ মিয়ার ছেলে শান্ত মিয়া, সুমন ব্যাপারীর ছেলে নেয়ামত ব্যাপারী এসে জোর করে নির্জন জায়গায় ধরে নিয়ে যায়।

তাছাড়াও বহিরাগত আরও সাত/আট জন কিশোরকে সাথে নিয়ে বেদম মারধর করতে শুরু করে। একপর্যায়ে জিয়াই পাইপ ও ভেল্ট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তাদের হামলায় শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয় ও শরীরের পাজরের হাড় ভেঙে যায়। হামলাকারীরা মারধরের দৃশ্য তাদের মোবাইল দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

এ সময় সাথে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এদিকে আল-আমিন স্কুলের ছাত্র সিফাত পাটোয়ারীকে রক্তাক্ত জখম করার খবর শুনে হাসপাতালে এসে তার পরিবারবর্গ ভিড় জমাতে দেখা যায়।

সিফাতের বাবা সাদ্দাম পাটোয়ারী কাতার প্রবাসী। ছেলের হামলার ঘটনায় সিফাতের বাবা ও মা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার পর থেকে হামলাকারীর পরিবারবর্গ মোবাইল ফোনে ও রাজনৈতিক দলের বখাটে কিছু যুবকদের মাধ্যমে ভয় ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করেন সিফাতের পরিবার।

সম্পর্কিত খবর