চাঁদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে  ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ এপ্রিল চাঁদপুর জেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক কামরুল হাসান।

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বক্তব্যে বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশের অভ্যূদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত। বাংলা, বাঙালি, মুক্তিযুদ্ধ ও মুজিবনগর যেন অভিন্ন নাম। একাত্তরের অগ্নিঝরা এই দিনেই বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নের স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আনুষ্ঠানিক ভিত্তিমূল রচিত হয়।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই উপপরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পর্কিত খবর