নাজির পাড়া ফ্লাট বাসার দরজা ভেঙে দুদিন পর কলেজ ছাত্রীর গলিত মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের নাজিরপাড়া ফ্লাট বাসার চতুর্থ তলার ভাড়াটিয়া বাসার দরজা ভেঙে দুদিন পর পুরন বাজার ডিগ্রী কলেজের ছাত্রী সুমাইয়া আক্তারের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ট্রিপল নাইনের সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই আলিম সঙ্গীও ফোর্স নিয়ে রাতে নাজিরপাড়া ইউসুফ ভিলার চতুর্থ তলার ভাড়াটিয়া বাসার দরজা ভেঙে কলেজ ছাত্রী লাশ উদ্ধার করে।

শাশুড়ির সাথে অভিমান করে ফ্যানের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন পরিবারের সজনরা।
নিহত কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার পুরান বাজার ডিগ্রী কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তারা পাঁচ বান্ধবী মিলে নাজিরপাড়ায় ফ্লাট বাসা ভাড়া নিয়ে একসাথে থেকে পড়াশোনা করতো।

দু’বছর পূর্বে চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী দিঘিরপাড় কাঠেরপুল এলাকার শাহজাহান কাজীর ছেলে নিপু কাজীর সাথে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।

তার বাবা মনির ব্যাপারী বকুলতলায় থেকে পাল বাজার কসাই এর কাজ করতো ও মা জলেকা বেগম সৌদি প্রবাসী।
দীর্ঘদিন যাবত তার শাশুড়ির সাথে বাকবিতন্ড ও ঝগড়া বিবাদ চলে আসছিল।

গত দুদিন পূর্বে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির সাথে ঝগড়া হলে সে নাজিরপাড়ায় ভাড়াটিয়া বাসায় এসে অভিমান করে দরজা আটকে ফ্যানের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে।

বাড়ির মালিক বাসা থেকে দুর্গন্ধ পেয়ে ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে জানায়।

অবশেষে চাঁদপুর মডেল থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক, এসআই আলিম, এস আই ইসমাইল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে গলিত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

 

সম্পর্কিত খবর