জনগণের জানমাল নিরাপত্তায় চাঁদপুরে এসপি’র মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশ জনগণের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। অবরোধ চলাকালে নিরাপত্তা নিশ্চিতে চাঁদপুরের মাঠ পযায়ের পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দিয়েছেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

গতকাল ১৬নভেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাযক্রম পরিদর্শন করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসিন আলম সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর