চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের পদক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেলেন কিশোরী। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত হোসেন সৈকত । তিনি গতকাল ১৫ নভেম্বর তার ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন ।
১৫ নভেম্বর চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বড় স্টেশন এলাকায় জাকির হোসেন প্রধানীয়ার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বাল্যবিবাহের সংবাদ উপজেলা প্রশাসনের নজরে আসে।
প্রশাসনের দ্রুত পদক্ষেপে উক্ত বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পান কিশোরী।
এসময় সংশ্লিষ্ট অভিভাবকের মুচলেকা গ্রহণ করা হয়। বাল্যবিবাহ রোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত আছে ও থাকবে।