মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, তোমাদের কষ্ট দূর করার জন্য সরকার এ পঞ্চম শ্রেনির সমাপনী পরীক্ষা বাতিল করেছে। বিদ্যালয় যে পরীক্ষা হবে এতে ভালো ফলাফল করতে হবে। পরীক্ষায় মাধ্যমে মেধা যাছাই করা হয়। পরীক্ষার ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। শিক্ষকরা তোমাদের পাঠাদান করে। তোমাদের প্রধান শিক্ষিকার নেতৃত্বে বিদ্যালয়ে পড়ালেখার মান বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক শিক্ষা লেখাপড়ার মূল ভিত্তি। আমাদের সময় শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত সমস্যা ছিল অনেক। বতর্মানে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছেন।

তিনি বলেন, তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করে তোমরা জিলানী চিশতী উবি ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবিতে ভর্তি হতে পারবে। আমরা সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের কোন সমস্যা হলে আমাকে ও প্রধান শিক্ষিকাকে জানাবে। আমরা ব্যবস্থা গ্রহন করব। সরকার তোমাদের উপবৃত্তি দিচ্ছে। তাই নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষনা দিয়েছেন। ভবিষ্যতে তোমরা স্মার্ট বাংলাদেশের কারিগর হবে।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ। পরে শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলা ডে ক্যাম্প-২০২৩ এর অংশগ্রহন সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস ইনচার্জ মাওলানা মামুন হোসাইন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

সম্পর্কিত খবর