হাবিবুর রহমান, হাজীগঞ্জ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন।
গতকাল হাজীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উক্ত পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, মাসুম আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন,যুগ্ম সম্পাদক বাবু সমির লাল দত্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,কাজী নূরূর রহমান বেলাল সহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ আলমগীর হায়দার, ইব্রাহিম খলিল, ইস্কান্দার মির্জা, মোঃ সেলিম প্রমুখ।
পদত্যাগ করার পূর্বে তিনি উপজেলা চত্ত্বরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে অনুমতি নেন।
সংবাদ সম্মেলনে হাজীগঞ্জে কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকায় জেলা ও উপজেলা প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।