সুজনের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : সুশাসনের জন্য নাগরিক- সুজনের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুজন চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন।

সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহছান উল্লাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জালাল চৌধুরী, বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস,

মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ মো. ওমর ফারুক, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, চ্যানেল আই’র প্রতিনিধি অধ্যাপক মোরশেদ আলম, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন,ব

লাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যাপক মোশারফ হোসেন লিটন, জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মোরশেদ সেলিম, জেলা হোটেল-রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল হক মিলন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ, সমঝোতা ও সম্প্রীতির আহ্বান জানান এবং সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চান। তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক সহিংসতা চাই না। আমরা চাই রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা করে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে।

সম্পর্কিত খবর