হাজীগঞ্জ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের হাজীগঞ্জ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ সিজন-১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন তিনি।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেলর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

উদ্বোধন শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও ফুটবলে শর্ট মেরে খেলার উদ্বোধন করেন।
নতুন খেলোয়াড় সৃষ্টির উদ্দেশ্যে উপজেলার ১৬টি দল নিয়ে প্রিমিয়ার লীগের আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

উদ্বোধনীয় খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিমউদ্দিন, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান, মোস্তফা কামাল মজুমদার, মো. আবু তাহের, আওয়ামী লীগ নেতা মুন্সি মো. মনির,

হুমায়ুন কবির লিটন, মো. আবুল হাসেম, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌসি আকতার, আওয়ামী লীগ নেত্রী মুক্ত, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক আলী নুর নিপু, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি প্রমূখ।

উদ্বোনীয় খেলায় টোরাগড় যুব ফুটবল একাডেমি ৩-০ গোলে একতা স্পোটিং ক্লাবকে পরাজিত করে।

সম্পর্কিত খবর