চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার সাবেক সফল উপজেলা নির্বাহী অফিসার জনপ্রশাসন পদক প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা (পিএএ )উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
গতকাল ১১নভেম্বর (শনিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারি সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।
একই প্রজ্ঞাপনে ২৩১জন কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
জানা গেছে, চাঁদপুর সদরের সাবেক ইউএনও কানিজ ফাতেমা সর্বশেষ চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) ছিলেন।
তিনি ২৯ তম বিসিএসের প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৫ সালে ৬ জুন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন। কানিজ ফাতেমার জন্মস্থান নওগাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন তিনি। কন্যা সন্তানের জননী এ কর্মকর্তার স্বামী আবুল কালাম আজাদ একজন সরকারি কর্মকর্তা (সাব রেজিস্টার)। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় (এপিডি বিভাগ) সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত রয়েছেন।
জানা গেছে,চাঁদপুর সদর উপজেলার সাবেক সফল ইউএনও কানিজ ফাতেমা চাঁদপুরে দায়িত্বপালনকালে একজন জনবান্ধব ও মানবিক অফিসার হিসেবে সবর্ত্র পরিচিত পেয়েছেন ।
এদিকে, চাঁদপুর সদর উপজেলার সাবেক জনপ্রশাসন পদক প্রাপ্ত কানিজ ফাতেমা পিএএ উপ-সচিব পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।