স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর এলাকার তরপুরচন্ডী ইউনিয়নের দক্ষিন তরপুরচন্ডী এলাকার গাজী বাড়ীর তারেক গাজীর ছেলে মোঃ নূর ইসলাম গত ৫দিন যাবৎ নিখোঁজ হয়েছেন।
এ বিষয়ে নিখোঁজ মোঃ নূর ইসলাম এর পিতা মোঃ তারেক গাজী চাঁদপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং ৫৬৯ তারিখ ১০/১০/২০২৩ইং।
জানাগেছে গত ৬ নভেম্বর সোমবার মোঃ নূর ইসলাম তরপুরচন্ডী ইউনিয়নের দক্ষিন তরপুরচন্ডী এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেননি। পারিবারিক সুত্রে জানা গেছে নিখোঁজ মোঃ নূর ইসলাম (২১) একজন ছাত্র। তাকে পরিবারের লোকজন সম্ভ্যাব্য বহুস্থানে খোঁজার পরেও তাকে পায়নি।
বর্তমানে তার পিতা মাঃ তারেক গাজী ও মাতা নয়ন বেগম অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পরেছেন। অবশেষে উপায়অন্ত না পেয়ে এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
যদি নিখোঁজ মোঃ নূর ইসলাম এর সন্ধান কোন সুহৃদয়বান কেউ পেয়ে থাকেন তাহলে চাঁদপুর সদর এলাকার তরপুরচন্ডী ইউনিয়নের দক্ষিন তরপুরচন্ডী এলাকার গাজী বাড়ীর তারেক গাজীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পরিবারের লোকজন।