চাঁদপুর খবর রির্পোট: দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সেক্রেটারী সিনিয়র সাংবাদিক এম এম কামালের পিতা ও চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাসদী গ্রামের গাজী বাড়ি নিবাসী মরহুম আব্দুল ওহাব গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০নভেম্বর (শুক্রবার) কল্যাণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাসদী গ্রামে সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং বাদ জুমা গাজী বাড়ি জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন গাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা জামাল হোসেন।
অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন ও মরহুমের কবর জিয়ারত করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যনা।
এসময় দোয়া অনুষ্ঠানে আরো অংশগ্রহন করেন, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সালেহ আহমেদ জিন্নাহ, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোহাম্মদ হোসেন বাতাস মিজি, যুবলীগ নেতা ফারুক শেখ, মরহুমের ছেলে মো: জয়নাল গাজী, মরহুমের ছেলে জামাল গাজী, মরহুমের ছেলে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফন্বল সাংবাদিক এম এম কামাল, সিনিয়র স্টাফ রিপোর্টার মো:রানা সরকার , মরহুমের ছেলে শাহাদাৎ গাজী, মরহুমের ছেলে ইব্রাহিম গাজী সহ মুসল্লীগণ ও সুধীজন।
উল্লেখ্য, গত ৯নভেম্বর ২০২২ তারিখ রাত আনুমানিক ১টায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ১০ নভেম্বর ২০২২তারিখ সকাল ৯টায় জানাজা নামাজ শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।