ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিভিল সার্জন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।

গতকাল ২০জুলাই (বৃহন্পতিবার) তিনি ডেঙ্গু কর্নার, ইমার্জেন্সী, ডেন্টাল ইউনিট, এনসিডি কর্নার, আউটডোরসহ, অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ কক্ষ, ইনডোরে ভর্তি ডেঙ্গু রোগী সহ অন্যান্য রোগীদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী সহ আরএমও, মেডিকেল অফিসার, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত খবর