চাঁদপুরে পানির দাম পাঁচ টাকা বেশী রাখায় ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বড় স্টেশন পর্যটন এলাকায় দেলু হোটেল এণ্ড রেষ্টুরেন্টে ভোতলজাত পানির দাম নির্ধারিত মূল্যের অতিরিক্ত ৫টাকা বেশী রাখায় ৫হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।

মঙ্গলবার (২ মে) দুপুরে ওই প্রতিষ্ঠানের মালিক ঘটনার সত্যতা স্বীকার করায় জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

গত ২৫ এপ্রিল আমেরিকান ইন্টারন্যাশনলা ইউনিভার্সিটির শিক্ষার্থী শোয়েব নাজির নামে ভোক্তা দেলু হোটেল মালিকের বিরুদ্ধে পানির দাম নির্ধারিত মূল্যের অতিরিক্ত ৫টাকা বেশী রাখায় ভোক্তা অধিকারের বিধি মোতাবেক অভিযোগ করেন।

সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, দেলু হোটেল এন্ড রেস্টুরেন্ট ঈদের সময় ইচ্ছাকৃতভাবে পানির দাম ৫টাকা বাড়িয়ে বিক্রি করেছেন। একজন ভোক্তা লিখিত অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে সত্যতা প্রমাণিত হলে দেলু হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগকারী আরোপিত জরিমানার ২৫% হারে পেলেন ১ হাজার ২৫০ টাকা।

তিনি আরো বলেন, ভোক্তাদেরকে সচেতন সচেতন হতে হবে। তাহলে তাদের নায্য অধিকার বুঝে নিতে পারবেন।

 

সম্পর্কিত খবর