মোঃ কবির হোসেন : হাইমচর উপজেলা সদর আলগী বাজারের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১টি প্রতিষ্ঠান বন্ধ করা হয় ও ৩টি প্রতিষ্ঠান কে জরিমানা করেন ভ্রাম্যামান আদালত অভিযান পরিচালনা করেন আবদুল্লাহ্ আল ফয়সা ভুমি কমিশনার হাইমচর।
এ কে মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০হাজার টাকা জরিমানা ও কাগজপত্র সঠিক না হওয়া পর্যন্ত বন্ধঘোষণা করা হয়, গ্রীন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০হাজার টাকা এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে ২০হাজার টাকা জরিমানা ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে কাগজপত্র সঠিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
অভিযান পরিচালনা করেন জনাব, আব্দুল্লাহ আল ফয়সাল ভূমি কমিশনার হাইমচর উপজেলা । এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন মেডিকেল অফিসার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনি দাস হাইমচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রিয়াজ হোসেন মেডিকেল টেকনোলজিস্ট হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।