এস. এম ইকবাল, ফরিদগঞ্জ : ফরিদগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার মীম (১৮) আত্মহত্যা করেছে।
শনিবার (১০) ফেব্রুয়ারি) সকালে ছাত্রীর আত্মহত্যা সংবাদ পেয়ে থানার এসআই আনোয়ার ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
সুমাইয়া উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামের সরদার বাড়ির মনির হোসেনের মেয়ে। সুমাইয়া রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মনির হোসেন জানান, আমার মেয়ে প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার রাতে সকলের সাথে খাবার খেয়ে ঘুমাতে যায়। সকলে নাস্তা খাওয়ার জন্য মেয়েকে ডাকাডাকি করি। তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজায় উকি দিয়ে দেখি সুমাইয়া ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য: আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তারের মীম এর আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক।