চাঁদপুর খবর রির্পোট: প্রকল্প বিভাগ-১, বিবিব্যউপ্র, কুমিল্লা জোন, বিউবো, কুমিল্লা কর্তৃক প্রকল্পের উন্নয়ন মূলক কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, চাঁদপুর দপ্তরের আওতাধীন ১১কেভি নতুন বাজার ও সিএসডি ফিডার আজ ৮ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত শাটডাউন থাকবে। এ ব্যাপারে চাঁদপুর বিউবো’র শহরে মাইকিং করে বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষনা করেছে ।
গতকাল ৭ফেব্রুয়ারী চাঁদপুর বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মেহেদী হাসান ভূঞা স্বাক্ষরিত দপ্তরাদেশ এর মাধ্যমে এ তথ্য জানা যায়।
এতে জানা যায়, নতুন বাজার ও সিএসডি ফিডারের আওতাধীন বিদ্যুত সুবিধাপ্রাপ্ত ২৫০শয্যা জেনারেল হাসপাতাল, জেলা প্রশাসকের বাসভবন, জেলা পরিষদের ডাক বাংলো, নতুন বাজার, কালীবাড়ি মোড়, বড়স্টেশন, স্ট্যান্ড রোড, জে এম সেনগুপ্ত রোড, জোড়পুকুর পাড়, নতুন বাজার পুলিশ পাড়ি, পালবাজার, মেথা রোড, প্রেসক্লাব রোড, বকুলতলা, গুয়াখোলা, আদর্শ মুসলিমপাড়া এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে।