শাহতলী কামিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুর খবর রির্পোট  : চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা ও মাদরাসার লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল ৬জানুয়ারী (মঙ্গলবার) বেলা ১২টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানাচ্ছি। মাদরাসার লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের কম্বলের জন্য আবেদন করেছি, সেই প্রেক্ষিতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ থেকে তোমাদের এ কম্বল দিয়েছে। এর আগেও চাঁদপুর জেলা প্রশাসন থেকে কম্বল বিতরণ করেছি । তোমরা এ কম্বলটি ব্যবহার করবা। তোমরা যাতে শীতে কষ্ট না হয়। এটি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তোমাদের জন্য।

তিনি বলেন, এর আগে আমরা গত ২৬জানুয়ারী চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত কম্বল (প্রধানমন্ত্রীর উপহার) তোমাদের মাঝে বিতরণ করেছি। আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

পরে শাহতলী কামিল মাদরাসা ও মাদরাসার লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, মাদরাসার সাবেক মুহাদ্দিস ও বাগাদী ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদুল্লা, জ্যেষ্ঠ প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল  হক, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান,

মাদরাসার অধ্যক্ষের জামাতা কচুয়া কাদলা ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা রবিউল্লাহ, প্রভাষক মাওলানা আব্দুস সালাম, প্রভাষক নাজির হোসেন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সিনিয়র শিক্ষক মো: বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী,

সহকারি শিক্ষিকা হালিমা আক্তার, শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

 

সম্পর্কিত খবর