চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ঢালীরঘাট বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে মালিহা নামের আড়াই বছর বয়সের এক শিশু হারিয়েছে।
গত২২জানুয়ারী২০২৪ইং চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়। যার জিডি নং-১৩৯০
জানা গেছে, গত ২২জানুয়ারী ঢালীরঘাট বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে মালিহা হারিয়ে যায়। তার বাবার নাম আঃ হালিম খান।
মেয়েটির বাবার মোবাইল নং-০১৮৬৪০৭২৯৭২। কোন হৃদয়বান ব্যাক্তি মেয়েটির সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত সম্মান করবেন বলে জানিয়েছেন মেয়েটির বাবা।