চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা রাজস্ব কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ জানুয়ারি চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সভায় সভাপতি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁ
দপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম. মোসা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল সৈকত সহ সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্ল্যাহ সহ সকল সহকারী কমিশনার (ভূমি)গণ এবং অংশীজনসহ রাজস্ব শাখা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।