চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ডিএনসি’র অভিযানে মতলব দক্ষিণ থানাধীন লেকরার বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০পিস ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৯জানুয়ারী (মঙ্গলবার) বিকালে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্বাবধানে এবং ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে গঠিত রেইডিং টীম মতলব থানাধীন লেকরার বাজারস্থ আল্লাহর দান ফার্নিচার নামীয় দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আবু ছাইদ (২৫) থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর কে গ্রেফতার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএনসির ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।