স্টাফ রিপোর্টার : ৭ জানুয়ারি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন এর পক্ষে এবং আলহাজ্ব এম এ হান্নান সাহেবের মুক্তির দাবিতে উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেনের নেতৃত্বে মিছিল ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়ছে।
বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও কালির বাজার চৌরাস্তা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহবাক আমজাদ হোসেন শিপন, পৌর বিএনপি যুগ্ম- আহবায়ক জামাল হোসেন, জাকির, কিবরিয়া, যুবদল নেতা ভাগিনা রুবেল, মনির হোসেন, মৎমজীবী দলের নেতা ইউনুস, স্রমিক দলের নেতা পিংকু, জিয়া ছাত্রদলের অপু এবং জুম্মনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।