স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারনায় সরকারি গাড়ি ব্যবহার করায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার ( ৩০ ডিসেম্বর) মতলব পৌরসভার পানির ট্যাংকি এলাকায় ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বেলা ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নৌকা প্রতীকের প্রচারণার কাজে যাচ্ছিলেন। নির্বাচনী প্রচারণার কাজে সরকারি গাড়ি ব্যবহার করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাসিস্ট্রেট ও মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে এই অর্থদণ্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, নির্বাচন আইন অনুসারে কোন ব্যক্তি সরকারি সুবিধা গ্রহণ করে নির্বাচনে প্রচার প্রচারণা করতে পারবেন না।