সমির ভট্টাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুভ উদ্বোধন করা হয়েছে । উক্ত ক্যাম্পেইন উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ।
গত ১২ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস থেকে ৫ বছরের শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মহিবুল্লাহ সৌরভ, উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, মেডিকেল অফিস রাজীবন কুমার বণিকসহ হাসপাতালের চিকিৎসকৃবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলায় প্রায় ৩০ হাজার ৬ মাস থেকে-১১ মাস বয়সী শিশুদেরকে নিল রঙ্গের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হয় ।