চাঁদপুরের ৫টি আসনে মোট ভোটার ২১ লাখ: বেশিরভাগ ভোটারই নারী

সাইদ হোসেন অপু চৌধুরী : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে নারী ভোটার বাড়ার পাশাপাশি এবার মোট ভোটার সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে। যাদেরকে ভোটকেন্দ্রে আনতে নানা কর্মপরিকল্পনা রয়েছে নির্বাচন কার্যালয়ের। ২৭ নভেম্বর সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চাঁদপুরের ৮ উপজেলায় সংসদীয় আসন মোট ৫টি। যেখানে সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ি এবার ভোটার সংখ্যা ২১ লাখ ৫৬ হাজার ৬০৯ জন। এদের বেশিরভাগ ভোটার মহিলা। অর্থাৎ পুরুষ ভোটার সংখ্যা ১০ লাখ ৪৪ হাজার ৩২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১১ লাখ ১২ হাজার ৫৭৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

এ বিষয়ে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, আমাদের এখানে ৮টি উপজেলার মধ্যে কচুয়া উপজেলা হচ্ছে চাঁদপুর-১ এবং ফরিদগঞ্জ উপজেলা হচ্ছে চাঁদপুর- ৪ আসন।

এছাড়া চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা হচ্ছে চাঁদপুর- ৩. হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা হচ্ছে চাঁদপুর-৫ এবং মতলব উত্তর উপজেলা ও দক্ষিণ উপজেলা হচ্ছে চাঁদপুর-২ আসন। নির্বাচনে সুন্দরভাবে অনুষ্ঠিত করতে ভোটার উপস্থিতি বাড়াতে আমাদের ব্যাপক কর্মপরিকল্পনা রয়েছে যা
বাস্তবায়নে কাজ চলছে।

 

সম্পর্কিত খবর