চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী দারোগা বাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ডিসেম্বর (বৃহস্পতিবার) বিদ্যালয়ের অভিভাবকদের স্বত:স্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৩ এর প্রিজাইডিং অফিসার মো: কামাল হোসেন বলেন, সকাল ১০টা থেকে পশ্চিম সকদি দারোগা বাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন শুরু হয়। শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খল ভাবে বিকাল ৪টা পর্যন্ত নিবার্চন কার্যক্রম চলে। এতে অভিভাবক প্রতিনিধি পদে ৭জন প্রতিদ্বন্ডিতা করে ও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে ২জন প্রতিদ্বন্ডিতা করে। ৩০৫জন ভোটারের মধ্যে ২২৮জনের ভোট কাস্ট করা হয়।
নির্বাচন শেষে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো: কামাল হোসেন অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হান্নানুর রহমান দৈনিক চাঁদপুর খবরকে জানান, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অভিভাবকক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ডিতা করে। এর মধ্যে ৪জন বিজয়ী হয়। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২জন প্রতিদ্বন্ডিতা করেন। এর মধ্যে ১জন নির্বাচিত হন।
এর মধ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে মো: আব্দুল আলিম ১২৯ভোট, ওহিদুজ্জামান ১১০ভোট, রেজাউল করিম ১০৯ভোট, মিজানুর রহমান ১০৭ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা অভিভাবক পদে মাফিয়া বেগম ১২০ভোট পেয়ে নির্বাচিত হন।
এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দগণ, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো: ইসমাঈল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রশ্ন উঠেছে , পশ্চিম সকদি দারোগা বাড়ি উচ্চ বিদ্যালয়ে সভাপতি পদে নির্বাচন ছাড়া কিভাবে সাদ্দাম হোসেন পাটওয়ারী সভাপতি নির্বাচিত হয়। কারণ প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেনের সভাপতিত্বে মেজরিটি সদস্যদের প্রস্তাব ও সমথনের ভিত্তিতে সভাপতি নিবাচিত হয়ে থাকে ।
তাই সভা অনুষ্ঠানের আগেই সভাপতি পদে সাদ্দাম হোসেন পাটওয়ারী নিবাচিত হয়েছেন ,এমন প্রচার কুমিল্লা মাদ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের বিধিমালার লংঘন । এ নিয়ে বিদ্যালয়ের অভিভাবকরা প্রশ্ন তুলেছে। অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।