চাঁদপুরে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

গাজী মোঃ ইমাম হাসানঃ বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার এই প্রতিপাদ্য করে চাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।

এসময় তিনি বলেন কন্যা শিশুর স্বাভাবিক বিকাশে আমাদের খেয়াল রাখতে হবে।প্রতিটি শিশুর পরিবার, আপনজন, আশেপাশের পরিবেশের দ্বারা সে ছোট বেলা থেকেই প্রভাবিত হয়।সে যেই করম পরিবেশ আর মানসিকতায় বেড়ে উঠবে সে ঐ পরিবেশকে ধারণ করেই এগিয়ে যাবে।তাই আমাদের সকলের উচিত কন্যা সন্তান বেড়ে উঠার জন্য সুস্থ,সুন্দর ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে কাজ করা।কন্যা দিবসের গুরুত্ব আছে বলেই সরকার খুবই গুরুত্ব সহকারে দিবসটি পালন করে আসছে।আজকের এই শিশুরাই আমাদের আগামীর স্মার্ট বাংলাদেশ হাতিয়ার।তাদের মেধা, প্রজ্ঞা ও প্রযুক্তি জ্ঞান গিয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের চাঁদপুরের উপ-পরিচালক নাসিমা আক্তার,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ।এছাড়াও কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকরা,ছাত্র-ছাত্রীসহ অনুষ্ঠানে অভিবাকরা উপস্থিত ছিলো।

সম্পর্কিত খবর