ফরিদগঞ্জে মাদকের প্রতিবাদ করায় প্রবাসী ও তার মাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলায় মাদকের উপদ্রব দিন দিন বেড়েই চলছে। ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালুথুবা ইউনিয়নের ২ নং ওয়ার্ড সকদি রামপুর গ্রামে বুলু ডাক্তার ব্রিজের পশ্চিম পাশে হারুন গাজীর বাগানে রমরমা মাদক বাণিজ্য চলছে।

মাদকের এই ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে বাহারান প্রবাসী আরিফ গাজী মাদক বিক্রির প্রতিবাদ করায় তাকে বেদম পিটিয়ে গুরুতর জখম করে।

ছেলেকে বাঁচাতে মা এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা তাকেও মারধর করে শারীরিক নির্যাতন চালায়।
এই ঘটনায় বাহারান প্রবাসী আরিফ গাজী ও তার মা ফাতেমা বেগমকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল এনে ভর্তি করানো হয়েছে।

এই ঘটনায় প্রবাসীর বাবা হারুন গাজী অভিযোগ করে বলেন, বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। প্রতিদিন এলাকার সিরাজ গাজীর ছেলে তানভীর গাজী,মানিক গাজী,মুক্তার গাজী বাড়ির পাশের জঙ্গলে বহিরাগত মাদক কারবারিদের কাছে ইয়াবা গাঁজা বিক্রি করে আসছে। মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে ছেলের উপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে গেলে স্ত্রী ফাতেমা বেগমকে মারধর করে গলার স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যায়।

এই হামলার ঘটনায় সিরাজ গাজীর তিন ছেলে তানভীরে শালা সায়ের বাজার এলাকার খলিল বেপারী ছেলে কাউসার, রুবেল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ঘরবাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় প্রশাসনের কাছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

এদিকে একজন প্রবাসী মাদকের প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা তাকে বেদম মারধর করার ঘটনায় প্রতিবাদ জানান প্রবাসীরা।

সম্পর্কিত খবর