দূষণকারীদের বিরুদ্ধে জরিমানা করা হবে : এ এস এম মোসা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে “শব্দদূষন নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক” এর আওয়তায় শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের জন্য সচেতনামূলক প্রশিক্ষণ কর্মসূচি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় গতকাল দুপুর ১২টায় প্রশিক্ষণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা।

এসময় তিনি বলেন, রাস্তায় উল্টো পথে যাওয়ার কারনে যানজটের সৃর্ষ্টি হয়। আর এ জ্যামের কারনে গাড়ি চালক অতিরিক্ত হর্ন বাজাতে থাকে তাতে করে শব্দের ব্যাপক দূষণ হয়। ২০০৬ সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন পাশ করা হয়েছে। এত বছর পরেও আমার সচেতন করে যাচ্ছি। আগামীতে সচেতনার পাশাপাশি দূষণকারীদের বিরুদ্ধে জরিমানা করা হবে। আইনে দূষণকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। সন্ধ্যা ৭টার পরে কোনভাবেই উচ্চ শব্দে কিছু বাজানো যাবে না। বিশেষ করে বিয়ে বাড়িতে গাণ বাজানো নিয়ন্ত্রনের মধ্যে থেকে বাজাতে হবে। আজকে তোমাদের নিয়ে এ আয়োজনের লক্ষ্য হচ্ছে তোমরাই আগামীর ভবিষ্যত, তাই তোমরা শিক্ষাজীবনে সচেতন হলে ভবিষ্যতে জনসচেতনায় কাজে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।
প্রবন্ধ উপস্থাপনপূর্বক বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহম্নান।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান ও ইন্সপেক্টর শর্মিতা আহমেদ লিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৮ম শ্রেণির ছাত্র আহমেদ আবরার ও পবিত্র গীতা পাঠ করেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নিরব চন্ত্র দাস।

বক্তারা বলেন, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যে রোগী আসেন তাদের বেশীরভাগ রোগী আসেন কানের সমস্যা নিয়ে। শব্দ দূষণ দূর করতে না পারলে আমাদের মনযোগ নষ্ট হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে;বানিজ্যিক প্রতি।টান থাকে তাতে করে শিক্ষার্থীদেল পড়াশুনার ক্ষতি হয়। কানের সমস্যার সাথে সারথ মেধার ক্ষতিসাধন;করে। আমাদের সকলকে সচেতন হতে হবে। হৃদ রোগের মৃক্যুর প্রধান কারন শব্দ দূষণ। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তা শব্দ সহ্য করতে পারেন না। পরিবেশ দূষনের ফলে মানুষের গড় আয়ু পৌনে সাত বছর কমে যায়। উন্নত দেশে তা দুই বছর।

সম্পর্কিত খবর