স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মেডিকেল অফিসার ডাঃ বেলায়েত হোসেন,
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোঃ মহসিন, সদর উপজেলার উপজেলা সিনয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মনির হোসেন, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহির হোসেন,
প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলম, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হযরত আলী বেপারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী,
ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির হোসেন খান শামীম, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা মহিলা সদস্য ফিরোজা বেগম, শিল্পী বেগম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন উপজেলা পরিষদের সিএ দিদার হোসেন।