লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর ত্রাণ বিতরণ

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুরে লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরনের ব্যবস্থা করা হয় ।

লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর পক্ষ থেকে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রধান অতিথি ও অন্যান্য অতিথি সহ ক্লাব সদস্যদের নিয়ে শহরের শপথ চত্বরে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে লিফলেট বিতরণ, লায়ন্স সেল্টারে অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও চাঁদপুর ক্লাব মাঠে ত্রাণ বিতরণের কার্যক্রম এর আয়োজন করেন।

শুক্রবার ( ২২ সেপ্টেম্বর ) সকালে চাঁদপুর ক্লাব মাঠে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি ৩ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন ফারহানা নাজ এমজেএফ ।

ত্রাণ বিতরণের পূর্বে লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর নিজস্ব ভবন লায়ন সেল্টারে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে ফারহানা নাজ বলেন আমি গভর্নর হওয়ার পর চাঁদপুরে আমার এই প্রথম আসা। আমাদের লায়ন্স ক্লাব হচ্ছে সেবামূলক সংগঠন। চাঁদপুরের প্রতি আমার অনেক বেশি অধিকার ও প্রত্যাশা রয়েছে রয়েছে।

লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর সভাপতি লায়ন খোরশেদ আলম বাবুলের সভাপ্রধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫ বি ৩ বাংলাদেশের উপদেষ্টা লায়ন জাফরুল্লাহ খান, সেক্রেটারি লায়ন ফেরদৌস হাসান বাণী, আরসি হেডকোয়ার্টার লায়ন আখতারুজ্জামান খান এমজেএফ, লিউ ক্লাবের চেয়ারপারসন লায়ন তৌহিদুর রহমান,ডিস্ট্রিকের লিউ সভাপতি লিউ মাহমুদ হাসান।

লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর সাবেক সভাপতি লায়ন মফিজুল ইসলাম খান সেলিমের পরিচালনায় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রুপালীর সমন্বয়কারী ও সাবেক সভাপতি লায়ন অ্যাডঃ সেলিম আকবর,সিনিয়র সহ-সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি লায়ন জাকির হোসেন, সাবেক সভাপতি লায়ন জিকরুল হাসান, লায়ন সাকি কাউসার, ক্লাবের বর্তমান কমিটির সম্পাদক লায়ন ফয়সাল আহমেদ,ট্রেজারার লায়ন সাখাওয়াত খান,জয়েন সেক্রেটারি লায়ন মিজানুর রহমান ভূঁইয়া,লায়ন কামরুল হাসান,লায়ন বিএম হারুন-উর-রশিদ, ক্লাবের সদস্য লায়ন কাজী রতন, লায়ন পারভেজ মাহমুদ খান সহ লিও ক্লাবের সদস্যরা ।

সম্পর্কিত খবর