চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় ও শাহতলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে
গতকাল ১৯(মঙ্গলবার) ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের জন্য বিদ্যালয়সমূহ পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
পরিদর্শন শেষে ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে টেরারিয়াম প্রদর্শন এবং ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, কেয়ার গিভিং, ল্যাবরেটরি কার্যক্রম পরিচালনা করা হয়।
পরে ৬ষ্ঠ, ৭ম ও ১০ম শ্রেনির গ্রুপভিত্তিক দলের সাথে মতবিনিময় ও ফটোসেশান করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
এসময় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস সহ পরিদর্শনকৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।