হাজীগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও উন্নয়ন মেলা

হাজীগঞ্জ : চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্ত্বর থেকে র্যালিটি শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ঘুরে হলরুমে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভিন মিলি, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান।

উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা শাহিন মিয়া, প্রকৌশলী কর্মকর্তা রেজোয়ানুর রহমান, শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাকসুদা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আফছার, মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, মিজানুর রহমান, মজিবুর রহমান, মোস্তফা কামাল, হেলাল উদ্দিন, মজিবুর রহমান, ইউছুফ প্রধানীয়া সুমন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।

আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলা পরিদর্শন করেন।

সম্পর্কিত খবর